বাংলা শায়েরি Pic ।। Bangla Shayeri Pic ।।
নিশীথ রাতে জ্বলজ্বল করে,
আকাশ জুড়ে ছোট্ট তারা,
সবার মাঝে আলোর রথে,
একলা চলে শুকতারা।
সাগর পেরিয়ে, পাহাড় ডিঙিয়ে,
রহস্যময় নীল গগনে,
আলোর ঝিলিক ছড়িয়ে দেয়,
অদেখা কোনো স্বপনে।
তুমি কি তার গল্প শুনবে?
সে যে পথের পথিক,
অন্ধকারে জোনাকি হয়ে,
বুনে চলে কবিতার ইতিহাস।
তুমি যখন পাশে থাকো,
সময় থমকে যায়,
শব্দেরা পথ হারায়,
শুধু চোখে চোখ রাখা—
সে কি এক প্রেমের গল্প নয়?
চাঁদের আলোয় তোমার ছোঁয়া,
হাওয়ায় মিশে যায় মনের কথা,
কাছে থেকেও দূরে,
তবু হৃদয়ে শুধুই তুমি!
0 মন্তব্যসমূহ