দুষ্টু মিষ্টি প্রেমের কবিতা ।। Dustu Misthi Love Shayeri ।।
নাক উঁচু ভাব নিয়ে পাশ দিয়ে গেলে,
দেখি পাখিরাও থমকে যায়,
তুমি বুঝো না পাগলিটা,
আমার হৃদয়ও তোমায় চায়!
চোখে চোখ পড়লেই কেন জানি থমকে যাই,
বুকের ভেতর ঝড় ওঠে হঠাৎ,
তুমি কি জানো, পাগলি?
তোমার হাসিটাই আমার সবচেয়ে বড় শাস্তি আর পুরস্কার!
শুধু দুষ্টুমি নয়,
তোমার সাথে একটু ঝগড়া করতেও ভালো লাগে,
কারণ জানো?
ঝগড়ার পর তোমার রাগ ভাঙানোর মজাটাই আলাদা!
0 মন্তব্যসমূহ