আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে যদি আপনি প্যান কার্ড বানাতে চান তাহলে এই পোস্টটি শেষ পর্যন্ত পড়লেই প্যান কার্ড সহজেই বানাতে বা আবেদন করতে পারবেন ।
প্যান কার্ড কি?
প্যান কার্ড একটি সরকারী আইডেন্টি যেমন আঁধার কার্ড । আঁধার কার্ডের মতো প্যান কার্ড ও খুবই গুরুত্ব পূর্ণ । প্যান কার্ড আপনার কাছে থাকা টা খুবই গুরুত্ব পূর্ণ।
কিভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন -
প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য গুগোল এ সার্চ 🔍 করবেন প্যান কার্ড অ্যাপ্লাই তাহলে আপনার সামনে দুটি ওয়েবসাইট চলে আসবে । একটি nsdl আর একটি uti , আপনি যেখান থেকে বানাতে চান বানাতে পারেন। আপনি আপনাদের nsdl এর মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লাই করার পদ্ধতি টা বলে দিছি ।
প্রথমে NSDL ওয়েবসাইটে যাবেন , ওয়েবসাইট টি খুলবেন । তার আপনার সামনে দুটি অপশনস আসবে ।
যদি আপনি ভারতীয় হন তাহলে New Pan India Citizens , ফ্রম নম্বর 49 A সিলেক্ট করবেন , আর যদি ভারতের বাহিরে কেও হন তাহলে New Pan Foreign Citizens , ফ্রম নম্বর 49AA সিলেক্ট করবেন ।
আপনি যে ক্যাটাগরি মধ্যে পড়েন সেটি সিলেক্ট করবেন
আপনার সঠিক নাম , জন্ম তারিখ, মোবাইল নম্বর , ইমেইল আইডি , দিবেন ।
এর সাবমিট করতেই আপনার টোকেন নাম্বার জেনারেট হয়ে যাবে । টোকেন নাম্বার টি নোট করে রাখবেন , log in করতে টোকেন নাম্বার টি দরকার পড়বে ।
টোকেন নাম্বার দিয়ে log in করবেন । আপনার সামনে তিনটি অপশনস আসবে ( 1) Ekyc and Esign Submit (2) Esign Scan Submit (3) Physical Application Submit
এগুলির মধ্যে আপনি একটি র মাধ্যম বেছে নিতে পারেন। আমি আপনা দের বলবো Esign Scan এর মাধ্যমে অ্যাপ্লাই করার পদ্ধতি । Esign অপশনস টিতে ক্লিক করুন এবং আপনার আঁধার কার্ড অনুযায় আপনার নাম দিন ।
এর আপনার জন্ম তারিখ দিন , মানে Date Of Birth দিন ।
এর আপনার সম্পূর্ণ ঠিকানা দিন ।
এর আপনার এরিয়া কোড জানতে চাইবে এরিয়া কোড দিন ।
এর পর আপনি যেসব ডকুমেন্ট গুলি দিয়ে ছেন সেগুলি একবার ভালো করে দেখে দিন তার পর সাবমিট করুন ।
এর পর আপনাকে পেমেন্ট করতে হবে যা ।
পেমেন্ট আপনাকে 115.90 পয়সা করতে হবে ।
পেমেন্ট করা হয়ে গেলে আপনার একটি Acknowledge ment নম্বর জেনারেট হয়ে যাবে সেটিকে নোট করে রাখবেন । আপনার কার্ডের কাজ কত দূর হলো সেটি চেক করার জন্য acknowledge ment নম্বর টি দরকার পড়বে।
0 মন্তব্যসমূহ