Pan Card কিভাবে বানাবো স্ট্যাটাস ।। How To Pan Apply Card 2025 ।। বাঙ্গালী বাবু এসএমএস ।।

Pan Card কিভাবে বানাবো স্ট্যাটাস ।। How To Pan Apply Card 2025 ।। বাঙ্গালী বাবু এসএমএস ।।  



আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে যদি আপনি প্যান কার্ড বানাতে চান তাহলে এই পোস্টটি শেষ পর্যন্ত পড়লেই প্যান কার্ড সহজেই বানাতে বা আবেদন করতে পারবেন । 

প্যান কার্ড কি? 

প্যান কার্ড একটি সরকারী আইডেন্টি যেমন আঁধার কার্ড । আঁধার কার্ডের মতো প্যান কার্ড ও খুবই গুরুত্ব পূর্ণ । প্যান কার্ড আপনার কাছে থাকা টা খুবই গুরুত্ব পূর্ণ। 

কিভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করবেন - 

প্যান কার্ড অ্যাপ্লাই করার জন্য গুগোল এ সার্চ 🔍 করবেন প্যান কার্ড অ্যাপ্লাই তাহলে আপনার সামনে দুটি ওয়েবসাইট চলে আসবে । একটি nsdl আর একটি uti , আপনি যেখান থেকে বানাতে চান বানাতে পারেন। আপনি আপনাদের nsdl এর মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লাই করার পদ্ধতি  টা বলে দিছি ।
প্রথমে NSDL ওয়েবসাইটে যাবেন , ওয়েবসাইট টি খুলবেন । তার আপনার সামনে দুটি অপশনস আসবে । 
যদি আপনি ভারতীয় হন তাহলে New Pan  India Citizens , ফ্রম নম্বর 49 A সিলেক্ট করবেন , আর যদি ভারতের বাহিরে কেও হন তাহলে New Pan Foreign Citizens , ফ্রম নম্বর 49AA সিলেক্ট করবেন । 

আপনি যে ক্যাটাগরি মধ্যে পড়েন সেটি সিলেক্ট করবেন 

আপনার সঠিক  নাম , জন্ম তারিখ, মোবাইল নম্বর , ইমেইল আইডি , দিবেন ।

এর  সাবমিট করতেই আপনার টোকেন নাম্বার জেনারেট হয়ে যাবে । টোকেন নাম্বার টি নোট করে রাখবেন , log in করতে টোকেন নাম্বার টি দরকার পড়বে । 

টোকেন নাম্বার দিয়ে log in করবেন । আপনার সামনে তিনটি অপশনস আসবে ( 1) Ekyc and Esign Submit (2) Esign Scan Submit (3) Physical Application Submit  

এগুলির মধ্যে আপনি একটি র মাধ্যম বেছে নিতে পারেন। আমি আপনা দের বলবো Esign Scan এর মাধ্যমে অ্যাপ্লাই করার পদ্ধতি । Esign অপশনস টিতে ক্লিক করুন এবং আপনার আঁধার কার্ড অনুযায় আপনার নাম দিন । 

এর আপনার জন্ম তারিখ দিন , মানে Date Of Birth দিন ।

এর আপনার সম্পূর্ণ ঠিকানা দিন ।

এর আপনার এরিয়া কোড জানতে চাইবে এরিয়া কোড দিন ।


এর পর আপনি যেসব ডকুমেন্ট গুলি দিয়ে ছেন সেগুলি একবার ভালো করে দেখে দিন তার পর সাবমিট করুন ।

এর পর আপনাকে পেমেন্ট করতে হবে যা ।

পেমেন্ট আপনাকে 115.90 পয়সা করতে হবে ।


পেমেন্ট করা হয়ে গেলে আপনার একটি  Acknowledge ment নম্বর জেনারেট হয়ে যাবে সেটিকে নোট করে রাখবেন । আপনার কার্ডের কাজ কত দূর হলো সেটি চেক করার জন্য acknowledge ment নম্বর টি দরকার পড়বে। 







একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ