Bangla Love Shayari For Him | জিবনে ধীরে চলো অনেক ঋণ এখনও শোধ করা বাকি




জিবনে ধীরে চলো অনেক ঋণ এখনও শোধ করা বাকি ।। 

কিছু বেদনা মুছে ফেলতে হয় , কিছু কর্তব্য পালন করতে হয় ।। 


আমার একটা হৃদয় আছে ,
কিন্তু যাকে মন দিয়েছি সে হাজারের মধ্যে একজন ।। 

ভালোবাসা সেটা নয় যেটা ভালো লাগা থেকে হয় ,
ভালোবাসা সেটা যেটা মন থেকে ভালোবাসা হয় ।। 
একা আছি বলে ভেবনা আমাই নরম ,
তোমাদের থেকে অনেক ভালো আমার জীবনযাপন ।। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ