Romantic Sad Shayari Bengali | বাংলা লাভ শায়ারী |



আমার কলম দিয়ে তুমি তোমার 
মনের কথা লিখো ,
বলছনা কেনো সরাসরি, তুমি আমায় ভালোবাসো।।

 ভালোবাসা চেরহা দেখে হয়না ,
ভালোবাসা হয় ভালো মন থেকে ।।

যে ভালবাসা চেহরা দেখে হ্য় ,
সেটা কোনো ভালোবাসা নয়  অভিন়য়,
আর যেটা মন থেকে ভালোবাসা হয় সেটা সত্যিকারের ভালোবাসা , অন্তর থেকে ভালোবাসা ।। 


সম্পর্কের সবচেয়ে মূল্য জিনিস বিশ্বাস ,
স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু মাত্র  বিশ্বাসের  উপর চলে ।।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ