তোমার জেগে থাকার অভ্যাস করা উচিত ,
আমি চাই তুমি প্রেম করো একজন কবির সাথে ।।
সত্যিকারের ভালবাসা কখনও শেষ হয়ে যায় না ,
সময়ের সাথে সাথে নিরব হয়ে যাই ।।
আমার কিছু সীমা আছে এবং তোমারও কিছু সীমা আছে ,
সীমার মধেও ভালোবাসা লুকিয়ে আছে ।।
যখন তোমার সঙ্গ পাই ,
গভীর জল ও আমার উপরে ,
এটা আমার কাছে কোনো ব্যাপার না যদি এটা কোনো চমক না ,
যেভাবেই হোক তুমি আমার কাছের তারকা ।।
যদি ভালোবাসো তবে ভালোবাসার আনুগত্যের সম্মান করতে শিখো ,
দুদিনের বেপরোয়া ভালোবাসা করতে এসো না ।।
0 মন্তব্যসমূহ