বাংলা Sad শায়েরি ২ লাইনে।। বাঙ্গালী বাবু এসএমএস||
আমি আমার হৃদয়কে অভিশাপ দিতে থাকি,
কেন আমি তোমাকে নিয়ে এত চিন্তা করি গো,
যেখানেই সুযোগ পাবে
সেখানে আমি তোমাকে উল্লেখ করব গো।।
আমি জানি না সে আমাদের উপর কিসের রাগ করেছেন।
স্বপ্নে তার সাথে দেখা হলেও সে কথা বলে না।।
তুমি সেই পালা থেকে হেসে চলে গেলে কিন্তু,
আমি এখনো ছাদের উপরে ধারে বসে তোমার অপেক্ষায় আছি ।
আমি অবশ্যই সমাবেশে বসব কিন্তু পান করব না,
কারণ অ্যালকোহল আমার দুঃখ নিভাতে পারবে না।।
ভালবাসা শুরু হয়েছিল হাসিমুখে,
শেষ হলো কান্নাকাটি করে চোখের জলে ।।
0 মন্তব্যসমূহ