Bangla Sad Shayari Kobita 2024-25 || বাঙ্গালী বাবু এসএমএস||



আজ আবার আয়না
 আমাকে মিথ্যা বলেছে ,
 ক্ষত আঘাত হৃদয়ের গভীরে ছিল, 
 কিন্তু মুখে হাসি ফুটে উঠল ।। 
তাকে পাওয়ার তাগিদে,
 আমরা সব হারিয়েছি,
 তারা সবকিছু পেয়েছে, 
 শুধু আমরা হারিয়েছে ।। 


তিনি আমার দুর্বলতা সম্পর্কে কতটা সচেতন ছিলেন, 

 সে কাঁদবে এবং আমি পরাজিত অনুভব করব ।। 


মানুষ মুখ দিয়ে ভালোবাসে, হৃদয় দিয়ে নয়, 
 তারা হৃদয়ের জন্য নয়, সৌন্দর্যের জন্য মরে, 
 আমরা সুন্দর নই কিন্তু অন্তরে আমরা খাঁটি, 
 তাই আমাদের মত মানুষ খুব কম ।। 

কবিরা সাজিয়েছেন শব্দ দিয়ে,
 নইলে ভালোবাসা এতটা মজার হতো না ।। 

একসময় আমরা সময়ের সন্ধানে ছিলাম। 
 তারপর একদিন আমরাও প্রেমে পড়েছিলাম ।
 পৃথিবী এখন আমাদের খুঁজছে ।। 
x

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ