বাংলা শায়েরী , Bangla Shayeri 4 Line Sad , Bangla Sad Shayeri , Bangali Babu SMS
হিদয়ের বইয়ের গোলাপটি তার ছিল ,
রাতে ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখেছিল ,
তুমি আমাকে কত টা ভালোবাসো যখন জিজ্ঞেস করলাম ,
আমি তোমাকে ছাড়া মরে যাবো তার উত্তর ছিল ।
পর্দার আড়ালে লুকিয়ে রাখো তোমার সুন্দর ঠোঁট ,
আমরা অহঙ্কারী মানুষ ,
আমরা চোখ দিয়ে চুমু খেয়ে থাকি ।।
তোমাকে ছাড়া আমার অদ্ভুত অস্থির লাগে ,
একজন থাকে , আর একজন থাকে না ।।
আমি যদি তোমাকে চাই তাহলে মানুষ আমার উপর রেগে থাকে ,
সে বলে তুমি আমার থেকে দূরে থাকো ।
চাঁদ প্রতিদিন ছাদে আসতো , আর অভিমান করতো ,
কালে রাতে দেখলাম তোমাকে তার সুন্দর ছবি ।।
0 মন্তব্যসমূহ